খালি হাতে সাপ ধরতে পটু খোকা।

0
291

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :সাপ দেখলে সাধারণ মানুষ রে -রে করে বাঁশ লাঠি হাতে কাছে যা পায় তাই নিয়ে তেড়ে আসে সাপটিকে মারার জন্য । সর্প প্রেমিক ধর্মেন্দ্রর সর্দার ওরফে খোকা দীর্ঘ 10 বছর যাবত সাপ ধরে আসছেন খালি হাতে। মানিকপুর সর্দার পাড়ার বাসিন্দা তিনি । যখনই কোন গৃহে বিষাক্ত সাপ প্রবেশ করে আতঙ্কিত গৃহকর্তারা খোঁজেন ধর্মেন্দ্র ওরফে খোকাকে । খালি হাতে সাপ ধরা জুড়ি মেলা ভার । এই খোকার এখনো পর্যন্ত সরকারি-বেসরকারি কারোরই পক্ষ থেকে কোনো সংবর্ধনা বা তার সাহস এর কৃতিত্ব কেউ দিতে আসেনি আক্ষেপ এলাকাবাসীদের । প্রথম প্রথম সাপ ধরে বনদপ্তর এ খবর দিলে বনদপ্তর কর্মীরা এসে সেই সাপ নিয়ে যেতো । এখন আর আসেনা বনদপ্তর এর কর্মীরা আক্ষেপ খোকার। তাই সাপকে সযত্নে লোকালয় থেকে অনেক দূরে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে এই খোকা। নিজের জীবনের ঝুঁকি কে সঙ্গে নিয়ে এখনও সাপ ধরা। সমাজে ভালো কিছু ভালোবেশে বেশে যাচ্ছে সাপ প্রিয় এই খোকার