পৌরসভা নির্বাচন দিন ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু তৃণমূল ছাত্র পরিষদের।

0
349

আবদুল হাই,বাঁকুড়া :- আজ সকালে বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আসন্ন পৌরভোটের প্রচারে দেওয়াল লিখন শুরু করা হয়। মাচানতলা কুয়া মোড় রাইটার্স এর সামনের সকাল থেকেই দেওয়াল লিখন করা হয়।
এখানে বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তীর্থকর কুন্ডু বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সহ অন্যান্য টিএমসিপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। আসন্ন বাঁকুড়া পৌরসভা নির্বাচন নিয়ে বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি তীর্থঙ্কর কুন্ডু বলেন যে 27 এ ফেব্রুয়ারি বাঁকুড়া পৌরসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে যদিও তিনি নিশ্চিত যে খুব শীঘ্রই বাঁকুড়াতেও আসানসোল বিধান নগর চন্দননগরের মত পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত করা হবে তাই তিনি বলেন যে আজ থেকেই বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দেয়াল লিখনের কাজ শুরু করা হয়েছে এরই সাথে বিষ্ণুপুর সোনামুখি তৃণমূল ছাত্র পরিষদ শুরু করে দিয়েছে তিনি জানান যে বিগত নির্বাচনগুলোতে বাঁকুড়ার মানুষ বিজেপির বিজেপির পক্ষে ভোট করলেও এবার তারা টিএমসি কে সমর্থন করবে কারণ সাধারণ মানুষ বিজেপির মিথ্যাচারিতাকে ধরে ফেলেছে তাই তিনি বিশ্বাসের সুরে বলেন যে আগামী বাঁকুড়া পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুবই ভালো ফল করে বোর্ড গঠন করবে তেরি বিজেপিকে কটাক্ষের সুরে বলেন যে বিজেপির এমন অবস্থা যে আজ তারা প্রার্থী করার জন্য লোক পাচ্ছে না তাই ড্রপবক্স করতে হয়েছে যাতে বিজেপির প্রার্থী হতে ইচ্ছুক মানুষেরা তাদের নাম জমা করতে পারেন।