নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ওমিক্রন ও করোনা নিয়ে আতঙ্কিত গোটা রাজ্য।এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে করোনা ও ওমিক্রমের বাঁচতে সচেতনমূলক প্রচার।করোনা ও মিক্রমের বিরূদ্ধে জেলাবাসী কে সচেতন করতে এবারে এগিয়ে এলো মালদা জেলা তৃণমূল কংগ্রেস। মালদা জেলা তৃণমূল কংগ্রেসে উদ্যোগে জেলা জুড়ে শুরু হয়েছে ব্লকে ব্লকে সচেতনতা শিবির ও মাস্ক বিতরণ কর্মসূচী। শনিবার জেলা ও হবিবপুর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দপুকুর এলাকা সাপ্তাহিক হাটে সচেতন প্রচার কর্মসূচি শুরু হয়। এদিনের ওই হাটে সকল ক্রেতা থেকে বিক্রেতা শুরু করে পথচারিদের করোনা ও ওমিক্রম নিয়ে সচেতনের পাশাপশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বৈষ্ণবনগর বিধায়িকা চন্দনা সরকার। এদিন ওই সাপ্তাহিক হাটে ঘুরে ঘুরে পথ চলতি সাধারণ মানুষ ক্রেতা-বিক্রেতা সহ বিভিন্ন পথ চলতি মানুষদের মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের মালদা জেলা যুব সভাপতি তথা বৈষ্ণবনগর বিধান সভার বিধায়িকা চন্দনা সরকার,হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ বাস্কে , জেলা আদিবাসী তৃনমূল কংগ্রেসের সভাপতি চুনিয়া মুর্মু, বুলবুলচন্ডী অঞ্চল সভাপতি পীযূষ মন্ডল,সমাজসেবী অমল কিস্কু, দীপঙ্কর মন্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা।
বাইটঃ- তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি চন্দনাসরকার