নরেন্দ্রপুর, নিজস্ব সংবাদদাতা:- স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠলো খোদ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগান এলাকায়। ঘটনায় অভিযুক্ত স্বামী রাজেশ ঝা ও ভাড়া করে আনা এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।যদিও অপর আর এক দুষ্কৃতি পলাতক। এই ঘটনায় আক্রান্ত আক্রান্ত গৃহবধুর আভিযোগ ‘অন্যান্য দিনের মতো গতকাল রাতে তাঁর স্বামী বাড়িতে ফিরে আসেন। এরপর তাঁর স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে এদিন তিনি নিজেই গেটের তালা লাগাতে যান। গেটে তালা লাগাতে দেরি হচ্ছে দেখে গৃহবধূ দেখতে গেলে হঠাৎ করে এক দুষ্কৃতী তার মুখ চেপে ধরে। অপর আর একজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে তার দিকে তেড়ে আসেন। সেই মুহূর্তে চিৎকার করতে থাকলে তাকে খাটে শুইয়ে তার গলায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়।আচমকা গৃহবধুর চিৎকারে আসে পাশের প্রতিবেশীরা দৌড়ে আসেন। ধরা পড়ার ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুই দুষ্কৃতী ও গৃহবধুর স্বামী। তবে স্থানীয় মানুষের তৎপরতায় একজন দুষ্কৃতীকে ধরা পড়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে ও তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ‘খড়দহ থেকে আসা লোকাল ট্রেনের টিকিট। গৃহবধূর অভিযোগ তাদের দুজনেরই মুখ ঢাকা অবস্থায় ছিল। এরপর স্থানীয় লোকজন ওই গৃহবধূ কে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।গৃহবধুর গলায় ক্ষত চিহ্নে সাতটি সেলাই হয়েছে। এরপর খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ এসে পাকড়াও হওয়া এক দুষ্কৃতী ও গৃহবধুর স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।
গৃহবধূর আরও অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো তার স্বামী রাজেশ ঝাঁ। কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিতেন তিনি। এমনকি পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলতে দিতেন না। মোবাইল ফোন ব্যবহার করতে পারতো না ওই গৃহবধূ। এই করোনা আবহে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় ‘স্বামীর কাছে তার সন্তানদের অনলাইনে পড়াশোনার জন্য একটি স্মার্টফোন কিনে দেওয়ার কথা বলেন। স্বামী ফোন কিনে না দেওযায় নিজের জমানো টাকা থেকেই স্মার্ট ফোন কেনেন রুপা ঝাঁ। কিন্তু স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখতেন ফোন। স্বামী বাড়ি থেকে কাজে বের হলে তারপরেই ফোন ব্যবহার করতেন। কিন্তু স্বামী স্ত্রীকে ফোন ব্যবহার করতে দেখে ফেলেন তারপরেই এই খুনের চেষ্টা বলে অভিযোগ। তবে এখনও পলাতক রয়েছে আরও এক দুষ্কৃতী। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্বামী রাজেশ ঝাঁ ও এক দুষ্কৃতী কে আজ বারুইপুর আদালতে তোলা হবে। তবে ঠিক কি কারণে এই খুনের চেষ্টা, তার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।