সুদীপ সেন, বাঁকুড়া:- আজ ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের উদ্যোগে ৪৬তম পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা বাঁকুড়া জেলা শহরের কেন্দ্রস্থল মাচানতলাস্থিত নেতাজী মূর্তি র পাদদেশ থেকে শুরু হয় । দৌড়ের শুভ সূচনা করেন সংগঠনের সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ। সাধারণ সম্পাদক রবীন মন্ডল জানান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্ৰাম জেলা থেকে ১১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ১ম পরিক্ষিৎ মাহাতো, পুরুলিয়া, ২য় শক্তিপদ বাউরী পুরুলিয়া, ৩য় প্রনজিৎ পাল খড়্গপুর ৪র্থ সুন্দর বাউরী রতনপুর ও ৫ম সোমরাজ খাঁ খড়্গপুর । পুরস্কার বিতরণ করার আগে নেতাজী মূর্তিতে মাল্যদান করেন অলকা সেন মজুমদার চেয়ারপারসন ও গৌতম দাস ভাইস-চেয়ারম্যান বাঁকুড়া পৌরসভা ,সংঘ সভাপতি প্রমুখ। পুরস্কার বিতরণ করেন চেয়ারপারসন, ভাইস-চেয়ারম্যান ও ডাঃ অমিতাভ চট্টরাজ ও কার্যকরী সভাপতি দীপক ঘোষ ।সফল প্রতিগীদের হাতে আর্থিক পুরস্কার ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় ও সকলকে গেঞ্জী স্মারক হিসেবে দেওয়া হয় । প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও উপস্থিত সকলের সহযোগিতায় সুন্দর ভাবে অনুষ্ঠান টি সম্পন্ন হয় ।
Leave a Reply