শনিবার গভীর রাতে ইংরেজবাজারের যদুপুর এলাকা থেকে জালনোট ও আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল লুকোচুরি ফাঁড়ির পুলিশ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:-শনিবার গভীর রাতে ইংরেজবাজারের যদুপুর এলাকা থেকে জালনোট ও আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল লুকোচুরি ফাঁড়ির পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম ফারুক খান। তার বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের যদুপুর মাজহাটোলা গ্রামে। ধৃতের কাছ থেকে ২০ হাজার টাকার জালনোট, একটি পাইপগান ও একটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে। প্রতিটি জাল নোট ৫০০ টাকার। ধৃতকে রবিবার আদালতে তুলে ৫ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। ওই জালনোট ও আগ্নেয়াস্ত্র কিভাবে তার কাছে এল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করছে তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *