দুবরাজপুর পৌরসভার উদ্যোগে পালিত হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ জন্মবার্ষিকী।

0
281

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। বীর স্বাধীনতা সংগ্রামীকে তাঁর জন্মদিনে সমগ্র দেশজুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে।
নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় সুভাষ উৎসব পালন করা হল বীরভূম জেলার দুবরাজপুরে। এদিন সকালে দুবরাজপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কবি সুকান্ত শিশু শিক্ষা কেন্দ্রের কচিকাঁচাদের নিয়ে একটি পদযাত্রা করা হয় এবং রানিগঞ্জ-মোরগ্রাম 60 নম্বর জাতীয় সড়কের ধারে সাতকেন্দুরী মোড়ে নেতাজীর মূর্তির সামনে সকলে সমবেত হয়। সেখানে নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, এডমিনিস্ট্রেটর বোর্ডের সদস্য মির্জা সৌকত আলী, বিশিষ্ট সমাজসেবী মানিক মুখার্জি, দুবরাজপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর কুন্ডু, প্রাক্তন কাউন্সিলার বিপ্লব মাহাতা, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি সনাতন পাল, যুব কল্যাণ দপ্তরের কর্মী কৃষ্ণ গোপাল দাস সহ পৌরসভার কর্মীরা।