আবদুল হাই, বাঁকুড়াঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ বাঁকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন বিধায়ক শম্পা দরিপার উদ্যোগে একটি কর্মসূচি নেওয়া হয় এ কর্মসূচিতে শম্পা দরিপার নেতৃত্বে সাড়ে আটশ কম্বল ছোটদের বস্ত্র ও সাল বিতরণ করা হয় এ বিষয়ে শম্পা দরিপা জানান যে বিগত 2000 সাল থেকে তিনি এই কাজ করে আসছেন যখন তিনি প্রথমবার এখান থেকে বাঁকুড়ার মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি তখন থেকেই এই কাজ করে আসছেন এটি তার নিত্যনৈমিত্তিক কাজের মধ্যেই পড়ে অতি অবশ্যই আজকের পবিত্র দিনটিতে তারা বেছে নিয়েছেন কারণ আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী নেতাজি সুভাষচন্দ্র বসুর গোটা বাঙালির গর্ব এবং তিনি মৃত্যুঞ্জয় তার জন্ম আছে মৃত্যু নেই তাই এই দিনে তিনি এই কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করলেন এর সাথে তিনি জানান যে আগামী 26 শে জানুয়ারি তিনি তিনটি অক্সিজেন কনসেনট্রেটেড বিতরণ করবেন একটি কন্সেন্টট্রেটার বাঁকুড়া পৌরসভা তে এবং বাকি দুটি বি এমএইচ ব্লক এক ও ব্লক দুইকে দেওয়া হবে শম্পা দরিপা হাত থেকে এই কম্বল অল্পে ডাবলু খান নামক এক ব্যক্তি জানান যে তিনি দিদির হাত থেকে এই উপহার গুলি পেয়ে খুবই খুশি অন্যদিকে পনির দাস নামে আরও এক মহিলা জানান যে শম্পা দরিপা সবসময়ই এ ধরনের কাজ করে থাকেন এবং আজ যে তিনি তাকে কম্বল বিতরণ করলেন তিনি খুবই খুশি।