প্রশাসনিক স্তরে ঝাড়গ্রাম পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু।

0
269

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- আগামী ২৭ শে জানুয়ারি ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচন হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঝাড়গ্রাম জেলা ও মহকুমা প্রশাসন। ঝাড়গ্রাম পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক বাবুলাল মাহাতো বলেন আগামী ২৭ শে ফেব্রুয়ারি ঝাড়গ্রাম পৌরসভার নির্বাচন হবেই ধরে নিয়ে সব পরিকল্পনা করা হচ্ছে। মনোনয়নপত্র তোলা, জমা ও প্রত্যাহারের প্রাথমিক দিন প্রায় ঠিক হয়ে গেছে ।ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন আগামী মাসেই পুর ভোট হবে ধরে এসব কাজ সেরে ফেলা হয়েছে। জানা গেছে ঝাড়গ্রাম পৌরসভা ভোটের ডিস্ট্রিবিউশন সেন্টার ও রিসিভিং সেন্টার হবে ঝাড়গ্রাম মহিলা রাজ কলেজে। ভোট গণনা হবে ওই কলেজে।ঝাড়গ্রাম জেলা প্রশাসনের এক আধিকারিক জানান এবার ঝাড়গ্রাম শহরে আঠারোটি ওয়ার্ডে ৬৬ বুথ রয়েছে। আগে ৫৮ টি বুথ ছিল। যেসব বুথে বারোসোর বেশি ভোটার রয়েছে সেই সব বুথ গুলি ভেঙে দেওয়া হয়েছে। তাই এবার ৮ টি বুথ বেড়েছে। ঝাড়গাম পৌরসভার মোট ভোটা ৫২ হাজার ৫০০। তার মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৩৪৫ জন ও মহিলা ভোটার২৭ হাজার একশো ৪৩ জন, অন্যান্য বারো জন ভোটার রয়েছে।প্রতিটি বুথে চারজন ভোট কর্মী থাকবেন। সব মিলিয়ে ভোট কর্মীর সংখ্যা প্রায় সাড়ে তিনশো ।তার মধ্যে রিজার্ব থাকবে ৩০ শতাংশ ভোট কর্মী। সেক্টর অফিসার থাকবেন ৭ জন । ভোট কর্মীদের নামের তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। তাই ঝাড়গ্রাম জেলা ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম পৌরসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।