অত্যাবশ্যকীয় ঔষধের তালিকাতে থাকলেও ন্যায্য মূল্যের ওষুধের দোকানে তা মিলছে না, এক্স প্লেট অনিয়মিত সরবরাহের কারণে ব‍্যাহত রোগী পরিষেবা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট মহকুমা হাসপাতালে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন জেলা কমিটি রানাঘাট মহকুমা সুপারের কাছে ডেপুটেশন দিলেন বিভিন্ন দাবী নিয়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আজ মহকুমা হাসপাতালে দেওয়ার পর আগামী কাল কৃষ্ণনগ সদর হাসপাতালেও ডেপুটেশনে দেওয়া হবে । বিভিন্ন রোগীদের অভিযোগের ভিত্তিতে তারা জানিয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের ওষুধের তালিকা থেকে প্রায় অর্ধেক ওষুধ ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আবার যাওবা তালিকাভুক্ত আছে তার অধিকাংশ মেলেনা ন্যায্য মূল্যের ওষুধের দোকানে। এ বাদেও হাসপাতালের প্রদানকারী খাদ্যদ্রব্যের মান এবং হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন প্রসঙ্গে তারা অবহিত করেন হাসপাতাল কর্তৃপক্ষকে। বিভিন্ন সমস্যার মধ্যে জ্বলন্ত সমস্যা হিসেবে তুলে ধরেন
দীর্ঘদিন ধরেই এক্স- রে প্লেট সরবরাহ নেই। আর তার ফলেই অস্থি সংক্রান্ত রোগীদের হয়রানির শেষ নেই, অথচ হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ব্যক্তিগত এক্স এর দোকান গুলি বেশি মূল্য নিয়ে ব্যবসা করছে রমরমা।
এ বিষয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে সুপারেন্টেন্ড বিষয়টি খতিয়ে দেখে সমাধানে সচেষ্ট থাকবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *