আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফতেপুর গ্রামে বাস শুভজিৎ দাস ও সুশিলা দাস দুই জনপ্রিয় বাউল শিল্পীর। সম্পর্কে স্বামী স্ত্রী।গত শনিবার গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান সুশিলা দাস।জানা গেছে স্ত্রীকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অবস্থায় বর্ধমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি ছিলেন।আজ রাত দুটো নাগাদ সুশিলা দাসের স্বামী শুভজিৎ দাসের মৃত্যু হয়। দুই জনপ্রিয় বাউল শিল্পীর মৃত্যুতে বাউল শিল্পীমহলে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইন্দাস থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
আগুনে পুড়ে মৃত্যু জনপ্রিয় দুই বাউল শিল্পীর।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/01/IMG-20220124-WA0097.jpg)
Leave a Reply