জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জেলা প্রশাসনের আংশিক বিধিনিষেধের আজকে চতুর্থ দিন।এই দিনে চলছে শহরের তিনটি জায়গা বন্ধ।এলাকা ভিত্তিক আংশিক বিধিনিষেধের আজ পুরোটাই বন্ধ রয়েছে বয়েল খানা বাজার সহ গোটা এলাকা, শান্তি পাড়া,উকিল পাড়া।আংশিক বিধিনিষেধের এলাকা ভিত্তিক বন্ধে পুরোটাই সাড়া ভালো মিলছে।যেদিন যায় বন্ধের নিদেশিকা রয়েছে সকলেই পুরোভাগেই মানছেন ।এমন কি শহরের যান চলাচল ছিল আজকে অনেক টাই কম।
Leave a Reply