বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখালো অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।

0
358

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বেতন বৃদ্ধি ও নানা দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ দেখালো অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। শেষমেষ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয় স্বাস্থ্যকর্মীরা। বিক্ষোভকারী অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের দাবি অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকাদার সংস্থার অধীনে কাজ করে থাকেন। কোভিড পরিস্থিতিতে তারা জীবনকে বাজি রেখে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়ে গেছে। অথচ দীর্ঘদিন ধরে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। বেতন বৃদ্ধি না হওয়াতে স্বাস্থ্যকর্মীরা এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভের জেরে সমস্যার সম্মুখীন হয় হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তার আত্মীয় পরিজনেরা
যদিও এই বিষয়ে হাসপাতাল সুপারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আগামী দিনে এই দাবি দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here