নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রজাতন্ত্র দিবসের 75 বছরের প্রাক্কালে নদিয়ার ফুলিয়ার বাসিন্দা জাতীয় পুরস্কার ও পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাক বানালেন তিরঙা শাড়ি।এই বছর তার শাড়ি গৃহবধূ ও মহিলাদের আগ্রহ রয়েছে ভালোই । ফুলিয়া তাঁতের শাড়ি ইতিমধ্যে ভারতবর্ষে সুনাম রয়েছে আর তাই ফুলিয়ার বীরেন বাসক এই বার শাড়িতেও চমক দিলেন ।
Leave a Reply