নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-বুথ থেকে ব্লক গ্রাম থেকে শহর এমনকি জেলাস্তরে পর্যন্ত ভালো নেতা কর্মীর খোঁজে নদিয়া সাংগঠনিক উত্তর জেলা তৃণমূল সভাপতি জয়ন্ত সাহা একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স করেন। শুধু তাইই নয় রীতিমতন এ বিষয়ে তার নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে লাইভ সম্প্রচারিত হয়। তিনি জানান দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারে এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই প্রথম তৃণমূলের অভ্যন্তরে বুথ থেকে জেলা পর্যন্ত সাংগঠনিক নেতা নির্বাচনের ব্যবস্থা শুরু হবে। দলীয় নেতা নেত্রী নির্বাচনে সিপিআইএম এবং বিজেপিতে এযাবৎকাল আভ্যন্তরীণ ভোট প্রক্রিয়া ব্যবস্থা চালু থাকলেও কংগ্রেস বা তৃণমূলের ধরনের কোনো ব্যবস্থা ছিলনা। সেক্ষেত্রে রাজ্য সভাপতি মনোনীত করতেন জেলা সভাপতি, জেলা সভাপতি তার প্রয়োজন মতো জেলা কমিটি গঠন করতেন, আবার তিনি তার অধস্তন ব্লক এবং শহর সভাপতি মনোনীত করতেন। এটাই ছিল গঠনতন্ত্র এভাবেই রাজ্য থেকে বুথ স্তর পর্যন্ত দলীয় নেতৃত্ব তৈরির একমাত্র পথ। কিন্তু সম্প্রতি রদবদল আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো জেলার বিশিষ্ট অধ্যাপক এবং শিক্ষকদের গোপন প্যানেল থাকবে বিচারকের ভূমিকায়। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে নদিয়া উত্তর জেলাতেও সভাপতি জয়ন্ত সাহা সেরে ফেলতে চাইছেন এই গুরুত্বপূর্ণ কাজটি। তিনি আশা প্রকাশ করে বলেন, এর ফলে সুবক্তা, সুসংগঠক এবং উপযুক্ত নেতাকর্মী তৈরি হবে সকলের মতামতের ভিত্তিতে। কোনো নেতার সাথে স্থানীয় স্তরে সম্পর্ক খারাপ থাকলেও জেলা স্তরে আলোচনার পথ খোলা থাকবে। একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো নেতাকর্মীর ইচ্ছা এবং দলীয় কর্মী সমর্থকদের অবমাননার তথ্য ছবি ভিডিও দেওয়ার ব্যবস্থার কথা জানান এই প্রেস বিজ্ঞপ্তিতে।