জাতীয় ভোটার দিবসে অভিন্ন কর্মসূচী শরব পাড়ায়।

0
707

পুরুলিয়া, নিজস্ব সংবাদদাতা:- জাতীয় ভোটার দিবসে অভিন্ন কর্মসূচী শরব পাড়ায়। ২৫ শে জানুয়ারী জাতীয় ভোটার দিবস , নতুন নির্বাচক তালিকায় যাদের নাম তালিকাভুক্ত হয়েছে তাদের সম্বর্ধিত করা হলো। বরাবাজার ব্লক প্রশাসনের উদ্যোগে গণতন্ত্র দিবসের সন্ধিক্ষণে ব্লকের ২৯ টি শবর টোলায় অনুষ্ঠিত হল “শবরের অধিকার” কর্মসূচি।নুতন ভোটারদের সম্বর্ধিত করা,এবং নতুন ভোটার কার্ড প্রদান করা হয়।এছাড়া রাজ্যসরকারের জনমুখী প্রকল্প সম্পর্কে সচেতন ও সুবিধাভোগে আগ্রহী করতে এই কর্মসূচী। পিছিয়ে পড়া শবরদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করার জন্য এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা প্রদান করার জন্য আয়োজিত হল এই কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলাশাসক শ্রী রাহুল মজুমদার, মানবাজারের মহকুমাশাসক, বিডিও বরাবাজার।
জন্ম মৃত্যু শংসাপত্র, জাতিগত শংসাপত্র, ১০০ দিনের কাজের জব কার্ড, জয় জোহার পেনশন, আধার কার্ডে নাম নথিভুক্ত করণ এবং নতুন ভোটারদের শংসাপত্র প্রদান করা হল।