মালদা, নিজস্ব সংবাদদাতা:–তোলাবাজিকে কেন্দ্র করে গ্যাং ওয়ার মালদার কালিয়াচকের বামনগ্রামে। রাতভর গুলি ও বোমাবাজি। ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিশ বাহিনী। কালিয়াচকের বামনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের হারুগ্রামে গতকাল রাতে বোমা ও গুলি চলে। সেনাউল ও মাহেদুর গোষ্ঠীর মধ্যে লড়াই বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতে মাহেদুরকে ঘিরে ধরে সেনাউল ও তার দলবল। তার কাছ থেকে পাঁচলক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। এমনকি মাহেদুরকে লক্ষ করে সেনাউল ও তার দল গুলি চালায় বলেও অভিযোগ। গুলির আওয়াজ পেয়ে মাহেদুরের দলবল ঘিরে ধরে সেনাউলদের। তখনকার মতো পালিয়ে গিয়ে ফের দলবল নিয়ে সেনাউল, মাহেদুরের ওপর হামলা চালায় বলে অভিযোগ। চলে ব্যাপক বোমাবাজি। গুলিতে আহত রয়েশ শেখ নামে সেনাউল গোষ্ঠীর একজন। তাকে সুজাপুর ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ। তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। ঘটনায় এখনও পর্যন্ত আটক দুইজন।
Home রাজ্য উত্তর বাংলা তোলাবাজিকে কেন্দ্র করে গ্যাং ওয়ার মালদার কালিয়াচকের বামনগ্রামে, রাতভর গুলি ও বোমাবাজি।