দক্ষিণ দিনাজপুর :দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে খুন পরিযায়ী শ্রমিক, ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম মঞ্জিরুল হোসেন(৩০)। এও জানা গেছে মঞ্জিরুল হোসেন নামের ঐ যুবক ভীন রাজ্যে কাজ করতেন। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গেছে ভোর বেলায় মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে রাস্তায় বের হয়েছিলেন মঞ্জিরুল হোসেন এবং রাস্তায় কিছু দুস্কৃতি মঞ্জিরুল হোসেন-কে আটকালে মঞ্জিরুলের সঙ্গে দুস্কৃতিদের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ এরপরেই দুস্কৃতিরা মঞ্জিরুল হোসেন-কে গাছের সাথে বেধে মারধোর করে এবং যার পরে তার মৃত্যু হয়। গঙ্গারামপুরের দোমুঠা এলাকা থেকে উদ্ধার হয় মঞ্জিরুল হোসেন-এর নিথর দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অপরদিকে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মঞ্জিরুল হোসেন-এর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান হয়ত পুরোনো কোন বিবাদের জেরেই খুন। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রাথমিকভাবে জানা গেছে গঙ্গারামপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Home রাজ্য উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে খুন পরিযায়ী শ্রমিক, ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়।