দীর্ঘ প্রায় তিরিশ বছর পর ফের ফালাকাটা ব্লকের খগেনহাট ভায়া জটেশ্বর হয়ে আলিপুরদুয়ার পর্যন্ত চালু হলো সরকারি বাস পরিষেবা।

0
363

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘ প্রায় তিরিশ বছর পর ফের ফালাকাটা ব্লকের খগেনহাট ভায়া জটেশ্বর হয়ে আলিপুরদুয়ার পর্যন্ত চালু হলো সরকারি বাস পরিষেবা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার শুভ সূচনা হলো এই পরিষেবার।আগামী কাল থেকে এই পরিষেবা শুরু হবে বলে জানা গেছে। সকাল আট টায় খগেনহাট থেকে বাসটি ছাড়বে এবং বিকাল পাঁচটায় আলিপুরদুয়ার থেকে ছাড়বে বলে সংস্থা সুত্রে খবর। এদিন খগেনহাট নাথুনী সিং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বাসটির শুভ সূচনা করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, প্রাথমিক ভাবে একটি বাস খগেনহাট থেকে জটেশ্বর ও ফালাকাটা হয়ে আলিপুরদুয়ার সদরে যাবে।যাত্রীর সংখ্যা সন্তোষজনক হলে আরো একটি বাস সেখান থেকে বীরপাড়া হয়ে জেলা সদরে চালানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার বোর্ড অফ ডিরেক্টর জয়ন্ত অধিকারী, সি এ ডি সির চেয়ারম্যান সুভাষ রায় ছিলেন ফালাকাটা থানার আই সি সনাতন সিংহ, ধনিরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই দাস, বিশিষ্ট সমাজ সেবী দেবজিৎ পাল প্রমুখ।