নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:-বুধবার দেশ জুড়ে পালিত হবে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান। তার আগেই রেললাইনে নাশকতা রুখতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে আরপিএফ, জিআরপি ।টাটা খড়গপুর রেল লাইনে স্নিপার ডগ, মেটাল ডিরেক্টর দিয়ে রেললাইনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।সেইসঙ্গে সন্দেহভাজন কাউকে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কেন্দ্রিয় গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রেলের পক্ষ থেকে টাটা খড়গপুর রেল লাইনে জোরদার তল্লাশি অভিযান মঙ্গলবার সকাল থেকে শুরু করা হয়েছে । যাতে মাওবাদীরা কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে রেল পুলিশ। মাওবাদীরা ২৬ ও ২৭ শে জানুয়ারি ঝাড়খন্ড রাজ্যে বনধ ডেকেছে। তাই রেললাইনের পাশাপাশি ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ,জামবনি থানা এলাকায় রাজ্য পুলিশের পাশাপাশি সিআরপিএফ জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করেছে । মাওবাদীরা যাতে ঝাড়খন্ড রাজ্য থেকে বাংলায় এসে কোনো নাশকতার ঘটনা ঘটাতে না পারে তার জন্য ঝাড়্গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেইসঙ্গে তল্লাশি অভিযান চলছে ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা সংলগ্ন গ্রাম গুলিতে।এছাড়াও ঝাড়গ্রাম জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে ৬ নম্বর জাতীয় সড়কের উপর পুলিশের পক্ষ থেকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। তাই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ঝাড়গ্রাম জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।