নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বেহাল রাস্তা সংস্কার হচ্ছে না তারই প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো ব্যবসায়ীরা। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর লালদীঘি পৌর বাজারের সম্মুখে। অভিযোগ প্রায় ছয় মাস ধরে রাস্তা সংস্কার হবে বলে খুড়ে রাখা হয়েছে। কিন্তু সংস্কার হচ্ছে না। পুরো কর্তৃপক্ষকে জানিয়ে কোন সুরাহা হয়নি তাই আজ সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। রাস্তা অবরোধের ফলে কৃষ্ণনগর মাঝদিয়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পৌর কর্তৃপক্ষের আশ্বাসের পর অবশেষে অবরোধ ওঠে।