মালদা, নিজস্ব সংবাদদাতা:-বুলবুলচন্ডী স্পোর্টস এসোসিয়েশনের পরিচালনায় বন্ধুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট, বুলবুলচন্ডী স্পোর্টস এসোসিয়েশন ভ্যারসেস হবিবপুর থানার পুলিশ মধ্যে অনুষ্ঠিত হয় বুলবুলচন্ডী জি এস ভি বিদ্যামন্দির ফুটবল ময়দানে, বুলবুলচন্ডী স্পোর্টস এসোসিয়েশনের পরিচালনায়।হবিবপুর, বামনগোলা ও ওল্ড মালদা ব্লকের খেলোয়ারদের নিয়ে প্রত্যেক বছর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে বুলবুলচন্ডী ফুটবল মাঠে কিন্তু এবারে যে ভাবে করোনার সংক্রমণ বাড়ছে এবং আংশিক বিধি-নিষেধ জারি করা হয়েছে রাজ্যের সরকারের পক্ষ থেকে। এবছর বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের সব রকমের স্পোর্টস ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে,কিন্তু এবারে প্রজাতন্ত্র দিবসে বুলবুলচন্ডী স্পোর্টস এসোসিয়েশনের ভ্যারসেস হবিবপুর থানার পুলিশ একাদশের ক্রিকেট টুর্নামেন্টের খেলা হয়ে গেল বুলবুলচন্ডী জি এস ভি হাই স্কুল ময়দানে, খেলার মাঠে প্রথমে হবিবপুর থানার পুলিশ একাদশ নামে ১০ ওভারে ১৮৬ রান করে পরে বুলবুলচন্ডী স্পোর্টস এসোসিয়েশনের পক্ষ থেকে ব্যাট করতে নামে ১০ ওভারে ১১৭ রান করে এবং জয় হয় হবিবপুর থানার পুলিশ একাদশ। বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হবিপুর থানার পুলিশ একাদশকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়।
Leave a Reply