মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদহের বাঁধাপুকুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার লুকোচুরি ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ফাঁড়ির ওসি অভিষেক তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে মিঠুন ঘোষ নামে ওই যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়। মিঠুনের বাড়ি ইংরেজবাজার থানার কাঞ্চনটারের খাসিমাড়িতে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি নাইন এমএম পাইপগান এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কিভাবে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে ওই যুবকে মালদা জেলা আদালতে পেশ করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিতে চাওয়া হবে।
Leave a Reply