সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া, পুরুলিয়ার সীমান্ত ভূমিতে অবস্থিত মোহনপুর গ্রাম।
এখানের কেন্ডুলি মেলা শতাব্দী প্রাচীন।
ভাগলপুরের শ্যাম বাউল এর উদ্যোগে গ্রামের মানুষের ঐকান্তিক সহযোগিতায় এই মেলা শুরু হয়।
এই মেলা ছয় দিন ধরে চলে।
মেলার অন্যতম আকর্ষণ হলো বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও অন্যান্য জেলার কবিদের নিয়ে সাহিত্য সভা।
৩৮ তম বর্সের মোহন পুরের কেন্দুলির সাহিত্য সভা করোনা মহামারীর কারণে অনিশ্চয়তার মাঝেও অবশেষে স্বল্প পরিসরে আয়োজিত হয়।
কবিতা ,সঙ্গীত এবং বক্তব্যের মিশ্রণে সাহিত্য সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন লোক সংস্কৃতির গবেষক ও কবি অরূপ শন্তিকারী, সত্যবান তন্তুবায়, জিমুত বাহন আচার্য্য,, সুনীতি গাতাইত,শুভম চক্রবর্তী মাধব মন্ডল ও আরো অনেক নবীন এবং প্রবীণ কবিরা।
এই সাহিত্য সভায় তাপস পাল সম্পাদিত বনলতা এবং সুকান্ত সেনগুপ্তের হৃদয়ের সুর, ব্যথার নুপুর গ্রন্থ দুটি মোড়ক উন্মোচন করেন সংগঠক , সাহিত্যিক ও অনুষ্ঠানের সঞ্চালক সোমনাথ মিত্র।