দিলীপ আগারওয়াল এর নেতৃত্বে শুরু দেওয়াল লিখন।

0
279

আবদুল হাই, বাঁকুড়া :- বাঁকুড়া পৌরসভা তে আগামী 27 এ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল তাই এই তাই এই অঞ্চলের সমস্ত রাজনৈতিক দলগুলি এখন থেকে কোমর বেঁধে প্রচারের কাজে নেমে পড়েছে শাসক পক্ষ তৃণমূল কংগ্রেস কোন ব্যতিক্রম নয় তারা এখন থেকেই প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়তে চায় আজ বাঁকুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিলীপ আগরওয়াল এর নেতৃত্বে দেওয়াল লিখন করা হয়। তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। সাংবাদিকদের সাথে কথাবার্তা বলতে গিয়ে দিলীপ আগারওয়াল বলেন যে বিগত দিনে বাঁকুড়া পৌরসভা তে তৃণমূল কংগ্রেসের ভোটের দ্বারা যে অভাবনীয় উন্নয়নের কাজ হয়েছে তার ফলে তার বিশ্বাস যে আগামী দিনে যখন বাঁকুড়া পৌরসভা তে নির্বাচন অনুষ্ঠিত হবে এখানকার মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দের আশীর্বাদ করবেন ।তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে তার ফলে এখানকার মানুষ উপকৃত হয়েছেন এবং আগামী পৌরসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী সুবিধা পাবে তিনি বলেন আগে যখন এখানে বামফ্রন্টের অধীনে পৌরসভা ছিল এখানে মানুষকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট গঠন হওয়ার পর এখানে রাস্তা নিকাশি ব্যবস্থা লাইটের ব্যবস্থা সহ নানান নাগরিক সুযোগ-সুবিধা মানুষ পেয়েছে যার ফলে আগামী দিনে এই অঞ্চলের মানুষেরা আবার থেকে তৃণমূল কংগ্রেসের ভোট গঠন করার জন্য কংগ্রেসের প্রার্থীদের নির্বাচিত করবেন তিনি আরো বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষীর ভান্ডার প্রকল্প আজও সেই প্রকল্পের অনুকরণে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবে 1000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন কোন কোন রাজনৈতিক দল আবার 2000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি বলেন লকডাউন এর সময় যখন মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডার সহ নানান জনমুখী প্রকল্পের ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে ডেলিভারি আবার বলেন যে নির্বাচন কমিশন যেকোনো দিন নির্বাচনের নোটিফিকেশন জারি করতে পারেন তাই তারা আজ থেকে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন তিনি জানান যে তিন নম্বর ওয়ার্ডের মহিলা ওয়ার্ড হয়েছে তাই তিনি তিন নম্বর ওয়ার্ডের মানুষকে আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হোক না কেন তার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।