জঙ্গল পাহাড় ঘেরা জলপাইগুড়ি জেলা শহরের বুকেও বসলো দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের বিশেষ ডিসপ্লে বোর্ড।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- জলপাইগুড়ি শহর মানেই তিস্তা এবং করলা সঙ্গে বৈকুণ্ঠ পুরের জঙ্গল, তবে বর্তমানে বিশ্ব উসনায়নের জেরে সেই জলপাইগুড়ি শহরেও প্রয়জন হয়ে পরেছে দূষণের মাত্রা, আর সেই সব দিক বিবেচনা করেই, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে সেচ দপ্তরের অনুমতি নিয়ে এই প্রথম চালু হলো প্রতি মুহুর্তের দূষণ সহ তাপমাত্রা, পরিমাপ ও বিশ্লেষণ করে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তা প্রকাশ্যে তুলে ধরার বিশেষ ডিসপ্লে বোর্ড,
এই প্রসঙ্গে জলপাইগুড়ি সেচ দপ্তরের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার সমর কুমার সরকার জানান, মূলত এই দূষণ সম্পর্কিত ডিসপ্লে বোর্ডটি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকেই লাগানো হয়েছে ,সেচ দপ্তর শুধু মাত্র এমন একটি ভালো কাজের জন্য জায়গা দিয়েছে, ।

বাইট– সমর কুমার সরকার, এস ই, সেচ দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *