আজ সকাল থেকেই রোদের দেখা মিললেও রোদের তেজ ছিল কম।

0
251

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- করোনার সংক্রমন বৃদ্ধির জন্য জলপাইগুড়ি তে বিধিনিষেধ শুরু হয়েছিল 20জানুয়ারি থেকে।যা চলবে 31শে জানুয়ারি পযর্ন্ত।আজ শহরের সব কিছুই খোলা।যদিও আগামীকাল বিবেকানন্দ মিনি মার্কেট,পুলিশ লাইন,গান্ধি মোড়,নয়াবসতি এলাকায় থাকছে করোনার বিধিনিষেধ।থাকছে ঐ এলাকার ব‍্যবসা সবটাই বন্ধ।যদিও আজ সকাল থেকেই রোদের দেখা মিললেও রোদের তেজ ছিল কম।ধীরে ধীরে চলছিল ঠান্ডা বাতাস।তাই শহরেও লোক সংখ্যা কিছু টা হলেও কম ছিল। আর এই কারণে শহরের সব জায়গা আজ খোলা থাকলে ও লোক সংখ্যা ছিল তুলনামূলক ভাবে কম দেশের গেছে।