জমি সংক্রান্ত বিবাদের জেরে দিনের আলোয় খুন হতে হলো এক বৃদ্ধকে।

0
247

নদীয়া-শান্তিপুর, নিজস্ব সংবাদদাতা:- জমি সংক্রান্ত বিবাদের জেরে দিনের আলোয় খুন হতে হলো এক বৃদ্ধকে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার হরিপুর অঞ্চলের ব্রম্য শাসন এলাকায়। জানা যায় ওই এলাকায় একটি জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। পরিবারের দাবি এই জমি বিবাদের জেরেই খুন হতে হয় এই ব্যক্তি কে। জানা যায় শান্তিপুর হরিপুর অঞ্চলের মনসাতলা এলাকার ঘোষপাড়ার স্থানীয় বাসিন্দা কার্তিক সাঁতরা বৃহস্পতিবার দুপুরে জমি সংক্রান্ত বিবাদের কারণে কিছু ব্যক্তি তাকে মারধর করে ব্রম্য শাসন এলাকার একটি মাঠে ফেলে রেখে যায় পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে আসলে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ তার মৃত্যু হয়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাতেই শান্তিপুর থানার দ্বারস্থ হয়। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।