সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – মোবাইল গেমে আসক্তি বেড়ে চলেছে। আরসেই কারণে বারবার তারই প্রতিফলন প্রতিফলিত হচ্ছে।বর্তমান সময়ের অল্পবয়সী যুবক-যুবতীদের মধ্যে। আবারো মোবাইল গেমে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হল দুই তরতাজা যুবক। শুক্রবার সকাল ৯.৪০ নাগাদ আপ নামখানা শিয়ালদহ লোকালে জয়নগর-মজিলপুর ও বহড়ু স্টেশনের মাঝখানে কাকাপাড়া রেলক্রসিংয়ের কাছে রেল লাইনে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তাদের।মৃতের নাম সৌরভ মারিক(২০),রেজাউল শেখ(১৭)। সৌরভের বাড়ি বহরু দক্ষিন পাড়া এবং রেজাউলের বাড়ি বহড়ুর আলিপুর এলাকায়। সৌরভ দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজ এর তৃতীয় বর্ষের ছাত্র।রেজাউল ব্যাগ মেরামতির কাজ করটেন। এদিন পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সৌরভ ও রেজাউল দুজনেই ভালো বন্ধু ছিলো।এদিন সকালবেলা বাড়ি থেকে বের হয়েছিল ফোন নিয়ে। এরা প্রায়ই রেল লাইনের ধারে বসে মোবাইলে গেম খেলায় মগ্ন থাকতো। এদিনও তার ব্যতিক্রম হয়নি। আর লাইনে দ্রুতগতিতে ট্রেন এসে একজনের গলার উপর দিয়ে এবং একজনের পায়ের উপর দিয়ে চলে যায়।ঘটনাস্থলে মৃত্যু হয় দুই বন্ধুর। ঘটনার খবর পেয়ে বারুইপুর জিআরপির পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং দেহটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মৃত দুই যুবকের বাবা সমীর মারিক ও সাহেব আলি সেখ জানালেন, আমরা দিনমজুরের কাজ করি। আমাদের ছেলেরা মোবাইলে গেম খেলায় এত আসক্ত ছিলো বলে জানতাম না।দুজনের এই মৃত্যুর ঘটনায় বহরু দক্ষিণপাড়া ও আলিপুর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।মোবাইল গেমই আবার মা বাবার কোল থেকে কেড়ে নিলো দু দুটি তরতাজা প্রাণ।আর বারবার এই ঘটনা আবারও প্রমাণ করে দিচ্ছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইলকে গেমে কতখানি আসক্ত হয়ে পড়েছে।