সরকারি কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ২০০০ জন নিয়ে ডিজে,অর্কেস্ট্রা বাজিয়ে মহিষাদল রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠান,উদাসীন প্রশাসন।

0
270

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মহামারী করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়ছে। সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রেও বেশকিছু বিধি নিষেধ জারি করা হয়ছে। বিবাহ অনুষ্ঠান করা যাবে তবে করোনা বিধি মেনে যেমন মুখে মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে।কিন্তু গত বুধবার রাতে মহিষাদল রাজবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে ধরাপড়লো এক অন্য ছবি। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের এক সিমেন্ট ব্যবসায়ী মহিষাদল রাজবাড়ি ভাড়ায় নিয়ে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই বিয়ের অনুষ্ঠানে সরকারি কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে করোনা বিধিতো মানা দূরস্ত ব্যাপার ডিজে ও অর্কেস্ট্রা বাজিয়ে প্রায় ২০০০ মানুষকে নিয়ে উন্মাদনা। বিয়ের অনুষ্ঠানের সামনে বিলাসবহুল সারি সারি গাড়ি। মাস্ক স্কুলে দূরত্ব বাজায় না রেখে আগত অতিথিরা বিয়ের অনুষ্ঠানে ডিজের সামনে উদ্দাম নাচের পাশাপাশি সেলফিতে মজে উঠেন। তবে মাস্ক কেন পরা হচ্ছে না বলা হলে না না অজুত দেখাতে থাকে। প্রশাসন উদাসীন হওয়ায় গুনজন শুরু হয়েছে। মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে। আমরাও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবো। যেখানে করোনার কারনে এখনো স্কুল কলেজ খোলা সম্ভব হয়নি সেখানে এই ধরনের ছবি যা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।।