আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বাঁকুড়া জেলার কোতুলপুর সিপিআইএমের পক্ষ থেকে স্কুল খোলার দাবিতে কোতুলপুর নেতাজি মোড় এ বিক্ষোভ সমাবেশ করেন.এবিপি টি এর তরফ থেকে. বিক্ষোভ-সমাবেশ করলেন.
পাড়ায় পাড়ায় স্কুল নয়, স্কুলের
ক্লাসরুমেই পঠন পাঠন শুরুর দাবিতে আজ বাঁকুড়ায় কোতুলপুরে এবিপি টের বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ। আজ সকালে কোতুলপুর এলাকায় ওই সংগঠনের কর্মী শিক্ষকরা হাজির হয়ে বিক্ষোভ সামিল হন।অবিলম্বে স্কুলের ক্লাসরুমে পঠন পাঠন শুরুর দাবিতে বিক্ষোভ অবস্থান শুরু করেন। অবিলম্বে ক্লাসরুমে পঠন পাঠন শুরু না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ওই সংগঠন।