চন্দন গাছ চুরির অভিযোগে ধৃত তিনজনকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল ঝাড়গ্রাম আদালত।

0
251

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের রাজ কলেজ সংলগ্ন আনন্দ পল্লী এলাকায় এক বাসিন্দার বাড়ির সামনে থাকা চন্দন গাছ কেটে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সৌরভ দাস নামেএক যুবককে হাতে নাতে ধরে স্থানীয় বাসিন্দারা গণ প্রহার দেয়। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবক কে উদ্ধার করে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আয়ুষ্মান রাজপুত ও সৌমেন দত্ত নামে আরো দুই জনকে শুক্রবার গভীর রাতে ঝাড়্গ্রাম থানার পুলিশ গ্রেফতার করে। ওই তিনজনের মধ্যে আয়ুষ্মান রাজপুতের বাড়ি উত্তরপ্রদেশে ,বাকি দুজনের বাড়ি ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় ।দিনের পর দিন ঝাড়গ্রাম শহরে চন্দন গাছ চুরির ঘটনা ঘটছে। যার ফলে নড়েচড়ে বসে ঝাড়্গ্রাম থানার পুলিশ । তাই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবার গভীর রাতে ওই যুবকদের গ্রেফতার করে ঝাড়্গ্রাম থানার পুলিশ। শনিবার ঝাড়গ্রাম আদালতের বিশেষ আদালতে চন্দন গাছ চুরির অভিযোগে অভিযুক্ত তিন যুবককে তোলা হয়। ঝারগ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক আদালতে দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত ৩ যুবককে ১৪ দিন জেল হেফাজতের রাখার নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here