কয়লা কাণ্ডের ঘটনায় থমথমে নওপাড়া গ্রাম।

0
378

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- নওপাড়ার কয়লা কাণ্ডের ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। গ্রাম একেবারে থমথমে। শুক্রবার বীরভুম জেলার খয়রাশোল ব্লকের নওপাড়ায় বেআইনি মজুত কয়লা বাজেয়াপ্ত করতে গিয়ে বাধার মুখে পড়েছিল খয়রাশোল, লোকপুর ও কাঁকরতলা থানার পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে খন্ডযুদ্ধ বাধে পুলিসের। রাত্রে পুলিস অভিযানে নামে এবং ৮ জনকে গ্রেপ্তার করে। কিন্তু এখন গ্রাম একেবারে পুরুষশূন্য। কিন্তু গ্রামের মহিলারা আতঙ্কে রয়েছেন। লতা ডোম নামে এক মহিলা জানান, কখন পুলিশ চলে আসবে কী করে বলতে পারবো? আমরা এখন ভয়ে ভয়ে আছি। গ্রামের অনেকেই কোনো দোষ করে নাই তবুও পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। গতকাল মাদ্রাসার এক পড়ুয়া সাহিল আখতার জখম হয়। তার মা মিনারা বিবি ঐ ছেলের ক্ষতিপূরণের দাবিও করছেন পুলিসের কাছে। চাঁদনেহার বিবি জানান, আমার ছেলে নমাজ পড়ে আসছিল সেই সময় পুলিসের গুলিতে সে আহত হয়। সে এখন হাসপাতালে ভর্ত্তি রয়েছে। কালকে পুড়িয়ে দেওয়া ঐ ডাম্পার পুড়ে ছাই হয়ে গেছে।