নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- আবারও অবৈধ টোটো দৌরাত্ম্যের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে বিক্ষোভের পথে নামল অটো চালকরা। অভিযোগ যেভাবে অবৈধ টোটোর সংখ্যা বাড়ছে তাতে কোনো ভাবেই ভাড়া হচ্ছে না বৈধ অটো চালকদের। পাশাপাশি অভিযোগ প্রশাসনকে বারংবার লিখিত জানিও জানিয়েও মেলেনি কোনো সদুত্তর। এরপরই সকল অটোচালকরা একত্রিত হয়ে খড়গপুর টেশনের বোগদাতে অবরোধ করলে রেলের আরপিএফ বাহিনী ঘটনাস্থলে এলে তাদের বচসাতে জড়িয়ে পড়ে অটো চালকরা এবং তীব্র বাদানুবাদ পরিস্থিতি হয়।পরে বোগদায় এলাকায় কোন টোটো দাঁড়াতে দেবেনা আরপিএফ বাহিনী সেই আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেয় । তারপরে অটো চালকরা খড়গপুর শহরে গোলবাজারে সিমলা সেন্টার প্রায় ৫০০ মিটার রাস্তা সারি সারি অটো দাঁড় করিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টাউন থানার পুলিশ। পরে দুই পক্ষকে নিয়ে থানায় বসার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় অটো চালকরা। অটো অপারেটিং ইউনিয়ন এর সহ-সভাপতি গৌতম বিশ্বাস বলেন’ খড়গপুর পৌরসভা অনুমোদিত ৩৪৮ টি টোটো খড়্গপুরের চলতে পারে। তার জায়গায় প্রায় পাঁচশো অবৈধ টোটো চলছে।তিন-চার দিনের মধ্যে এই সমস্যার সমাধান না হলে শহর জুড়ে অটো বন্ধ রেখে অনশন করে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।