পদ্ম মানেই হিন্দু,হিন্দু মানেই পদ্ম, কাঁথি পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে আক্রান্ত BJP কর্মীর বাড়িতে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি মন্তব্য শুভেন্দু অধিকারী।

0
296

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- গত বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভা ২নম্বর ওয়ার্ডে বিজেপির সমর্থনে পৌরসভা ভোটকে সামনে রেখে দেওয়াল লিখন করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি নেতা রুপম মাইতি, এরপর আহত অবস্থায় তাকে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসা চলার পর বর্তমানে বাড়িতেই রয়েছেন ওই বিজেপি কর্মী, শনিবার সেই আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই দিন দেখা করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী, এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত নিশানা করলেন তৃণমূলের উপর, তিনি বলেন তৃণমূলের সঙ্গে কেউ নেই শুধু একমাত্র পুলিশি বাঁচিয়ে রেখেছে তৃণমূলকে, যদি সত্যিই মানুষের হৃদয়ে থাকতে হয় তাহলে সঠিক কাজ করুক এবং সঠিক কাজ করার আশ্বাস দেওয়া হোক, পাশাপাশি পৌরসভা ভোটে বিজেপির কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বিজেপি সকল মানুষের হৃদয়ে রয়েছে,পদ্ম মানেই হিন্দু,হিন্দু মানেই পদ্ম, পাশাপাশি তিনি বলেন বহু সিপিএমের মাতব্বর কে পোস্টার বানিয়ে দিয়েছি বর্তমানে যারা মাতব্বরি করছে তাদের একই হাল হবে, এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।