মালদা, নিজস্ব সংবাদদাতা:- –হবিবপুর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তে কেদারীপাড়া ক্যাম্পে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হলো সিভিক অ্যাকশন প্রোগ্রাম। এদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গ্রামবাসীদের মধ্যে বিভিন্ন জরুরী সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন মহিলাদের জন্য সেলাই মেশিন, জল সংরক্ষণের ট্যাঙ্ক, বহনযোগ্য বায়ো-টয়লেট, ডাস্টবিন, মগ সহ সোলার লাইট এবং এলাকার ছেলেদের জন্য খেলাধুলার সামগ্রিক তুলে দেয়া হয়। এদিন বিএসএফ কামান্ড্যার বক্তব্য রাখতে গিয়ে বলেন এলাকার কোন সমস্যা হলে বিএসএফ তাদের পাশে সব সময় রয়েছে। কোন অপরাধ মূলক ঘটনা ঘটলে বর্ডার এলাকায় বিএসএফকে জানালে বি এস এফকে জানিয়ে সহযোগিতা করে। এই কর্মসূচীতে প্রায় ৩০০ জন গ্রামবাসী মধ্যে বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। তার সাথে একটি ভলি বল টুনামেন্টর আয়োজন করা হয়।এদিন উপস্থিত ছিলেন১৫৯ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট হর্ষ নন্দন জোশী, কম্পানী কামান্ড্যার নবীন দাহিয়া,এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এলাকাবাসী,।