শৈত্প্রবাহের কারণে কনকনে ঠান্ডার মধ্যেই কুয়াশার চাদরে ঢাকলো জলপাইগুড়ি।

0
268

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- গত কয়েকদিন থেকেই জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ নিম্নমুখী। ইতিমধ্যে মাঘ মাসের শীতের কামড় উপলব্ধি করছে জলপাইগুড়িবাসী। রোববার ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে থাকে শহর সহ গ্রামাঞ্চল, তবে এর মধ্যে বেশকিছু প্রাতঃভ্রমনকারী বেশ উপভোগ করছেন এই পরিবেশ এমনটাই জানালেন বিশ্বজিৎ বোস, সব মিলিয়ে জলপাইগুড়ি সহ ডুয়ার্স এখন কুয়াশার চাদরের পাশাপাশি মাঘের শীতে মোরা। যদিও বেলা বাড়ার সাথে ঝলমলে উঠে রোদ।