আব্দুল হাই, বাঁকুড়াঃ – একদিকে করোনা ভাইরাসের থাবা অপরদিকে জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে ক্রমশ প্রবল হচ্ছে সংকটের ছবি।এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষ রোগীকে মৃত্যুবরণ করতে হয় । এই কঠিন পরিস্থিতিতে রক্তের চাহিদা ও যোগানের সামঞ্জস্য বজায় রাখার জন্য এবং ‘রক্ত দান জীবনদান’ এই বাণীকে পাথেয় করে বাঁকুড়ার মাচানতলা বোলব্যোম কমিটির উদ্যোগে
রবিবার স্বেচ্ছায় রক্তদান ও শীতার্ত মানুষদের বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয় বঙ্গ বিদ্যালয়ের মাঠে এবং মাচানতলা মুক্ত মঞ্চে। এদিনের রক্তদান শিবিরে ১৫০ জনের উপর রক্তদাতা রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে সুপ্রিয় কুমার দে নামে এক ব্যক্তি ১০৭ বার রক্তদান করেন। ৪০০ জন শীতার্ত দুঃস্থ অসহায় মানুষকে কম্বল বিতরন করা হয়। তাঁরা প্রায়শই এধরনের সমাজ সেবা মূলক কাজ নিঃস্বার্থ ভাবে করে থাকেন। এই কমিটি গ্ৰামে গ্ৰামে গিয়ে অতি দুঃস্থ অসহায় মানুষদের আমন্ত্রণ জানিয়ে আসেন কম্বল গ্ৰহণের জন্য। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।