রাতের অন্ধকারে চলন্ত গাড়ি থেকে পড়ে গেল গরু, পাচারের সন্দেহে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর।

0
413

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাত তখন আনুমানিক একটা কিংবা দুটো হবে। শীতের নিশুতি রাতের মধ্যে নদীয়ার কৃষ্ণনগর নলোপাড়ায়
হঠাৎ রাস্তার উপরে বীভৎস আওয়াজ কিছু পড়ে যাওয়ার, তারপরেই গরুর আর্তনাদ এবং একটি গাড়ি জোরে চালিয়ে চলে যাওয়ার আওয়াজ। রাস্তার পাশে বিভিন্ন বাড়ি থেকে ছুটে এসে কয়েক জন দেখেন গাড়িটি জোরে চালিয়ে চলে যাচ্ছে, পথের মাঝে পড়ে রয়েছে রক্তাক্ত গরুটি। প্রাথমিকভাবে চিকিৎসা করার পর, স্থানীয় পশু চিকিৎসক এর সহযোগিতা নেওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এলাকাবাসীর সন্দেহ সারাদিন কেটে গেলেও কোন খোঁজখবর চালায়নি ওই গাড়িতে থাকা মানুষজন আর সেই কারণে গরু পাচারকারী হিসেবে সন্দেহ তাদের। সন্দেহ আরো বাড়ে সারাদিন কেটে যাওয়ার পরেও কোতোয়ালী থানায় এ ধরনের খোঁজ খবর কেউ নেয় নি , এলাকাবাসীর দাবি অনুযায়ী সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই গাড়ির নাম্বার উদ্ধার করে চোরাকারবারীদের ধরার চেষ্টা করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here