জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- একাধিক পৌরপরিসেবা থেকে বঞ্চিত পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এর বাসিন্দারা। তাই তারা এবার ভোট বয়কটের ঢাক দিলেন। দীর্ঘদিন এলাকায় পানীয় জল থেকে বিদ্যুৎ ও নিকাশি ব্যবস্থা কোনটাই সঠিক ভাবে নেই। তাদের বক্তব্য পৌরসভা শুধুই তাদের কাজের আশ্বাস দিচ্ছেন কিন্তু একটু কাজ করা হচ্ছে না । পাশাপাশি ওই ওয়ার্ডে অবস্থিত একটি অসমাপ্ত সেতু দীর্ঘ বছর ধরে পড়ে আছে সেতুটি চালু করার কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই এবার তারা সম্পূর্ণ এলাকা ভোট বয়কটের ডাক দিলেন। এই এলাকায় প্রায় 500 জন ভোটার রয়েছে। তাদের একটাই কথা শহরের অন্য এলাকার তুলনায় এই এলাকা সবসময় পুরোপুরি সেবা থেকে বঞ্চিত । অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আসন্ন পৌর নির্বাচনে তারা ভোট দিতে যাবেন না। এই বিষয়ের পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সঙ্গীতা ব্যানার্জি জানান ভোট বয়কট কোন সমস্যার সঠিক সিদ্ধান্ত না। তিনি এতদিন এই বিষয় সম্পর্কে জানতেন না । তিনি জানালেন এ বিষয়টি নিয়ে পৌরসভার সাথে কথা বলবেন।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার একাধিক পৌরপরিসেবা থেকে বঞ্চিত পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এর বাসিন্দারা, তাই তারা...