মনিরুল হক, কোচবিহারঃ রবিবার সন্ধ্যায় দিনহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে একটি কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ কর্মীদের প্রকাশ্যে হুমকির সুরে বলেন, “যারা পৌরসভায় ভোট দেবে না তাদের জন্য নতুন প্রকল্প দেওয়া হবে ‘দুয়ারে প্রহার’ প্রকল্প”। উদয়ন গুহের এই মন্তব্যের পরে জোর সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রকাশ্যে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় বিরোধীদের পক্ষ থেকে। পৌরসভার ভোটারদের হুমকির অভিযোগ তুলে আজ কোচবিহারের কোতোয়ালি থানায় উদয়ন গুহের নামে এফআইআর দায়ের করেন জেলা বিজেপির নেতৃত্বরা। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির নেতা বিরাজ বোস, দক্ষিণ শহর মণ্ডল সভাপতি মানস ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন অভিযোগ দায়ের করার পর কোচবিহার জেলা বিজেপির নেতা বিরাজ বোস জানান, শাসকদল দুয়ারে সরকার, লক্ষীর ভান্ডার এনেছে। কিন্তু আগামী পৌরসভা ভোটে কেউ যদি তৃণমূল কংগ্রেসকে ভোট না দেয় তাহলে তিনি দুয়ারে প্রহার প্রকল্প চালু করবে এবং যাকে যে ভাবে সহেষ্টা করার করবে। এই বক্তব্যের পর কোচবিহার সহ গোটা পশ্চিমবঙ্গের তোলপাড় হয়ে গেছে। উনার এই কথা বিভিন্ন মাধ্যমে ভাইরালও হয়েছে। তিনি দিনহাটার বিধায়ক এবং কোচবিহার জেলা তৃনমূল এর চেয়ারম্যান। উনার বাসা থেকে এরকম উস্কানি মূলক হয় তাহলে দলে নিচুস্তরের কর্মীরা এর দ্বারা উদ্বুদ্ধ হবে এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করবে আগামী নির্বাচনে। আপনারা সকলেই জানেন দিনহাটার লোকেরা বমের শব্দে ঘুমাতে যায় এবং গুলির শব্দে ঘুম থেকে ওঠে। আমাদের আসা পুলিশ নিরপেক্ষ দৃষ্টিতে এই বিষয়ে দেখবেন আর পুলিশ যদি তল্পিবাহক হয় তাহলে যেরকম আছে সে রকমই ফাইল চাপা পড়বে। এছাড়াও উনি কিন্তু নির্বাচনী বিধিভঙ্গ করেছে আমরা এর জন্য নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করবো।
Home রাজ্য উত্তর বাংলা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের...