আবদুল হাই, বাঁকুড়াঃ ১০৭ বছর সময়টা মোটেই কম নয়, এই বয়সে বেঁচে থাকাটাই একটা বিস্ময়কর ব্যাপার, আবার এই বয়সে যদি মানুষ নিজের হাতে বাড়ির সমস্ত কাজকর্ম সামলান তাহলে তো বিস্ময় টা আরো বেশি জাগে সকলের মনে।
বর্তমানে অমলা দে নামে ঐই ভদ্রমহিলার নাতনির মেয়েদের মেয়ের তার মেয়ের বিয়ে হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে বয়সটা সত্যি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এই রকমই এক আশ্চর্যজনক মানুষের সন্ধান পাওয়া গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে। । সাংবাদিকের এর ক্যামেরায় উঠে এসেছে ওই ভদ্রমহিলার বর্তমান বিভিন্ন ক্রিয়াকর্মের ফুটেজ। এই বয়সে আর পাঁচটা মেয়ের মতো কাপড় কাচা,ঘর মোছা,গোবর দেওয়া।শাক তোলা সহ অন্যান্য আজ করে যাচ্ছ।
যদিও প্রায় শোনা যায় বয়স একটা সংখ্যা মাত্র আর সত্যিই যে তাই সেটা এই ভদ্রমহিলাকে দেখলেই আবারো প্রমাণ হয়ে যায়।
১০৭ বছর বয়সেও শরীরে তেমন কোন রোগ বাসা বাঁধতে পারে নি, দিব্যি খাচ্ছেন-দাচ্ছেন কাজকর্ম করছেন । সত্যিই এ যেন এক অবাক করার মতোই ঘটনা।