“সামনের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছাড়া অন্য কোনো দল ভোট চাইতে গেলে তাঁদের জুতো দিয়ে পেটাবেন”, প্রকাশ্য কর্মিসভায় তৃণমূল নেতার নিদানে চরম বিতর্ক পশ্চিম মেদিনীপুর জেলায়। তৃণমূল নেতার বক্তব্য ভাইরাল নেট দুনিয়ায়।

0
268

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  “সামনের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছাড়া অন্য কোনো দল ভোট চাইতে গেলে তাঁদের জুতো দিয়ে পেটাবেন”, প্রকাশ্য কর্মিসভায় তৃণমূল নেতার নিদানে চরম বিতর্ক পশ্চিম মেদিনীপুর জেলায়। তৃণমূল নেতার বক্তব্য ভাইরাল নেট দুনিয়ায়। দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য খড়্গপুর দু নম্বর ব্লকের পপড়আড়ায় এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। মঞ্চে ছিলেন দাপুটে তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তারই সামনে বক্তব্য রাখতে গিয়ে চরম বিতর্কিত মন্তব্য করে বসলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিত মুখার্জি। জুতো মারার নিদানের পাশাপাশি অশ্লীল ভাষায় বিরোধীদের গালাগালিও করলেন জেলা তৃণমূলের দাপুটে নেতা। সেই বক্তব্য রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পর জেলা জুড়ে ওঠে নিন্দার ঝড়। ঘটনার পর চরম অস্বস্তিতে শাসকশিবির।