দ্বাদশ শ্রেণীর নাবালিকা অস্বাভাবিক মৃত্যু পরিবারে শোকের ছায়া।

0
313

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দ্বাদশ শ্রেণীর নাবালিকা অস্বাভাবিক মৃত্যু পরিবারে শোকের ছায়া। এক মর্মান্তিক ঘটনা পরিবারসহ এলাকায় শোকের ছায়া । সাঁকরাইল থানা অন্তর্গত নলপুর এলাকায় ঘটনাটি ঘটে পরিবারে তিন কন্যা বাবা বাঙালি বাড়ি কাজ করেন অর্থাভাবে মাও বাঙালি বাড়ি কাজ করেন । বাড়ির বড় মেয়ের বিয়ে দিয়েছেন । মেজো আর ছোট মেয়ে পড়াশোনা করে। দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতো মেজো মেয়ে । হঠাৎই বাড়ি থেকে খবর আছে বাড়িতে দুর্ঘটনা ঘটেছে । তড়িঘড়ি কাজ ফেলে ছুটে আসেন বাবা-মা । বাড়িতে এসে ঘরে ঢুকে মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা-মা । কি করে এমন হলো কেউ ভেবে উঠতে পারছেন না । তরতাজা প্রাণ এভাবে চলে যাবে কখনোই ভাবতে পারেননি পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা । সাঁকরাইল থানার প্রশাসন এসে ঝুলন্ত দেহটিকে খাট থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন । কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে সাঁকরাইল থানার প্রশাসন । এলাকায় শোকের ছায়া নেমে আসে এত অল্প বয়সের মেয়ে মৃত্যুর খবরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here