প্রশিক্ষিত হিসেবে নিয়োগ হবে সাকাম্ভরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে।

0
452

শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:-প্রশিক্ষিত হিসেবে নিয়োগ হবে সাকাম্ভরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে।আজ পুরুলিয়ার শিল্পবিদ্যা মহাবিদ্যালয়ের ( পলিটেকনিক কলেজ)পাঁচটি ট্রেডের ২৪০ জন ছাত্রের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। উত্তর্ণীদের সাকাম্ভরী গ্রুপের পাঁচটি ইউনিটে নিয়োগ করা হবে বলে কর্তৃপক্ষের তরফে জানান হয়। পুরুলিয়া জেলায় সাকাম্ভরী গ্রুপের তিনটি ইউনিট এবং পশ্চিম বর্ধমানে দুটি ইউনিট রয়েছে। সেখানেই তাদের নিয়োগ করা হবে।পুরুলিয়া জেলায় তেমন কোন বড় শিল্প নেই। সাকাম্ভরী গ্রুপ কয়েক হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে । এর পূর্বেও তারা ক্যাম্পাশিং এর মাধ্যমে কর্মী নিয়োগ করেছে। সেই লক্ষ্যেই নিয়োগ। আজ বাছাই পর্বে সংস্হার উচ্চপদাধিকারী মৃত্যঞ্জয় চট্টোপাধ্যায়, অয়ন সিনহা,এম ডি রিজাউন, পিকে মোহান্তী ,এল টি রাও, মহেশ রানা, সান্তনু ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্হার তরফে মৃত্যঞ্জয় বাবু জানান লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে মূল্যায়ন করে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে সংস্হা তাদের হাতে নিয়োগ পত্র তুলে দেবে।