ভোট আসলেই নানা জনপ্রতিনিধিরা দিতে থাকে নানান প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু ভোট পার হলেই ,প্রতিশ্রুতি ছাড়া কোন সাহায্য মেলে না।

0
275

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- ভোট আসলেই নানা জনপ্রতিনিধিরা দিতে থাকে নানান প্রতিশ্রুতি পেয়েছেন কিন্তু ভোট পার হলেই ,প্রতিশ্রুতি ছাড়া কোন সাহায্য মেলে না ,পরিবারের প্রত্যেকের রয়েছে প্রতিবন্ধক প্রমাণপত্র,চেহারায় অভাবের ছাপ স্পষ্ট অথচ পরিবারের অভিযোগ মাসের শেষে রেশনের চাল ছাড়া এখন অব্দি পাচ্ছেন না কোন প্রকার সরকারী ও বেসরকারী সাহায্য বাবলু মালদা জেলার রতুয়া ২নংব্লকের সম্বলপুর অঞ্চলে ইসলামপুর গ্রামের বাবলুর একিই পরিবারের ৫ জন দৃষ্টিহীন,তারপর এতটা অসহায় যে ভিক্ষা করে চলছে জীবন যাপন, সরকারি সাহায্য না পেয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করেই চলছে এই পরিবারের জীবন যাপন এই অভাবের সংসারে
পূর্বপুরুষের রেখে যাওয়া জমির উপরে ঘরেই কোন মত কাটছে কষ্টের জীবন ,পরিবারের অভিযোগ ,নানা জনপ্রতিনিধির কাছে দরবার হলেও আশ্বাশের বানি ছাড়া মেলেনি কোন কিছু।
তবে আরকত অসহায় ও প্রতিবন্ধিতা হলে মিলবে সরকারী সাহায্য অভিযোগ তুলে ও অশ্রু জলে ,সরকারি সাহায্যের আশায় দিন গুজরান করছেন বাবলুর পরিবার।

তবে এই বিষয়ে মালদা জেলা পরিষদের সদস্য হুমায়ুন কোবির কে ধরা হলে তিনি জানান আমার,ওই পরিবারের ব্যাপারে জানা ছিল না আমি সংবাদমাধ্যমের খবরটা জানতে পেয়েছি দ্রুতই ওই পরিবারটি পাশে দাঁড়াবো এবং সব রকম সাহায্য ব্যবস্থা নেওয়া হবে।