মহামারী করোনা ভাইরাসের দীর্ঘদিন সমুদ্র সৈকত দীঘা পর্যটন কেন্দ্র বন্ধ থাকার পর পুনরায় রাজ্য সরকারের খোলায় খুশির হাওয়া সমুদ্র সৈকত জুড়ে।

0
1466

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মহামারী করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ মারাত্মক চেহারা নেওয়ায় গত ৩ জানুয়ারি রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ করে দেয় সরকার। পরে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘায় হোটেলে ৫০ শতাংশ পর্যটক রাখার অনুমতি দেওয়া হলেও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসন। অল্প বিস্তর পর্যটকেরা ছুটি কাটাতে দিঘার হোটেলে এলেও সৈকতের ধারে দোকান গুলিতে তেমন পর্যটক না আসায় আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে হয়ে ছিল ব্যবসায়ীদের। কিন্তু কয়েক সপ্তাহের কড়াকড়ি অন্ত। ফের খুলছে পর্যটক কেন্দ্র।গত সোমবার নবান্ন থেকে করোনার বিভিন্ন বিধি নিষেধ শিথিলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে পর্যটন কেন্দ্র খোলার সিদ্ধান্ত। এতে খুশি ব্যবসায়ীরা। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণায় মুখে হাসি ফুটেছে দিঘা-মান্দারমণির হোটেল ব্যবসায়ীদের। দিঘার এক হোটেল ব্যবসায়ী তথা দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স এসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, “গত একমাস ধরে আমাদের হোটেল ব্যবসায়ে খুবই ক্ষতি হয়েছে। কোভিডের জন্য পর্যটন ব্যবসা ধ্বংসের মুখে। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণায় আমরা আশার আলো দেখছি। স্কুল, কলেজ খুলে যাচ্ছে ও সামনে সরস্বতী পুজো। আগামী গরমের মরসুমে হয়তো পর্যটক আসবে। তাতেই আমরা আশায় বুক বাঁধছি।”