প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সাংসদ আনন্দ মোহন বিশ্বাসের 20 তম প্রয়ান দিবস উপলক্ষে আজ আনন্দ মোহন স্মৃতি রক্ষা কমিটি তার প্রতি শ্রদ্ধা জানালেন ।

0
381

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সাংসদ আনন্দ মোহন বিশ্বাসের 20 তম প্রয়ান দিবস উপলক্ষে আজ আনন্দ মোহন স্মৃতি রক্ষা কমিটি তার প্রতি শ্রদ্ধা জানালেন ।উপস্থিত ছিলেন তার পুত্র রাজ্য সভার সাংসদ আবির বিশ্বাস । এই দিনসকালে তার প্রতি শ্রদ্ধা জানান পৌর প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায় ,বিশিষ্ট ফুটবলার কৃষ্ণ মিত্র ,আবির বিশ্বাস সহ বিশিষ্ট জন এই দিন সকালে রানাঘাট মহকুমা হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরণ করা হয় এই ফল বিতরনে ছিলেন সাংসদ আবির বিশ্বাস । বিকেলে স্মৃতি জ্ঞাপন করা হয় ।উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব রত্না ঘোষ কর ,কোশলদেব বন্দ্যোপাধ্যায় , দীপক বসু , পবিত্র ব্রহ্ম, বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় ,,শুভেন্দু চ্যাটার্জী সাংবাদিক শঙ্করী ভট্টাচার্য সহ বিশিষ্ট বেক্তি গণ