আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার তিনটি পুরসভায় প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। অধিকাংশ আসনেই বাম প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বাঁকুড়া পুরসভার দুই আসনে প্রার্থী ঘোষণা করল না বামেরা। কংগ্রেসের সাথে জোট না হলেও ওই দুই আসনে কংগ্রেসকে সমর্থনের ইঙ্গিত দিল বামেরা।
আজই রাজ্যের অন্যান্য পুরসভার পাশাপাশি বাঁকুড়া জেলার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়। আর সেই ঘোষণা হতেই বাঁকুড়া জেলার ওই তিন পুরসভার অধিকাংশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বাম নেতৃত্ব। আজ বিকালে বাঁকুড়ার অশ্বিনী রাজ স্মৃতি সভাঘরে সাংবাদিক সম্মেলন করে বাম প্রার্থীদের নাম ঘোষণা করে জেলা বাম নেতৃত্ব। প্রার্থী বাছাই এর ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে তারুণ্যের উপরে। অধিকাংশ আসনেই প্রার্থী করা হয়েছে চল্লিশ বছরের নীচে থাকা বয়সী বাম কর্মীদের। বাম নেতৃত্বের দাবি করোনা কালে মানুষের পাশে থেকে যারা কাজ করেছেন তাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বাঁকুড়া পুরসভার ২ ও ১৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেয়নি বামেরা। বাম নেতৃত্বের দাবি ওই দুই ওয়ার্ডে তৃনমূল ও বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই দেওয়ার সামর্থ্য যুক্ত গনতান্ত্রিক কোনো দলের প্রার্থীকে সমর্থন করবে বামেরা। সেক্ষেত্রে জোট না হলেও কংগ্রেস প্রার্থীকেই সমর্থনের ইঙ্গিত দিয়েছে বাম নেতৃত্ব। এই পুরসভা নির্বাচনে তৃনমূল ও বিজেপির বিরুদ্ধে শক্তিশালী লড়াই হলেও মূলত লড়াই তৃনমূলের বিরুদ্ধে জানিয়েছে বাম নেতৃত্ব।