আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে বৃহস্পতিবার থেকে খুলে গেল স্কুল-কলেজ। ফের ক্লাসে পড়ুয়ারা । আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের প্রত্যেকটি স্কুলে সকাল থেকেই দেখা যায় ছাত্র ছাত্রী ও অভিভাবকদের। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্যই খুলছে স্কুল।করোনা বিধি মেনে আজ থেকেই চালু রাজ্যের স্কুল-কলেজ। দীর্ঘদিন বন্ধ থাকার পর মাঝে কয়েকদিনের জন্য চালু হলেও ফের বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে রাজ্যের করোনা পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই ফের স্কুল, কলেজগুলি খুলে দেওয়া হয়েছে। তবে স্কুলগুলিতে আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের ক্লাস শুরু হয়েছে।ব্লকের বিভিন্ন স্কুলে করোনা বিধি মেনে পড়ুয়াদের জন্য নানা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্লকের বেগম রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ে মূল গেটে বসানো হয়েছে স্যানিটাইজার ট্যানেল।দীর্ঘদিন বাদে ফের স্কুলে পড়ুয়ারা আসায় খুশি শিক্ষক মহল থেকে অভিভাবকেরা।